ডেল্টা ঠেকাতে কার্যকর স্পুৎনিক-ভি

১২ অগাস্ট ২০২১

রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো সম্প্রতি জানিয়েছেন, রাশিয়ার স্পুৎনিক-ভি টিকা করোনাভাইরাসের ডেল্টা ধরন মোকাবেলায় প্রায় ৮৩ শতাংশ কার্যকর । তবে টিকাটির এই কার্যকারিতা আগে যা ভাবা হয়েছিল তার চেয়ে কম।

 স্পুৎনিক-ভি করোনাভাইরাসের সব ধরনের বিরুদ্ধেই কার্যকর ও নিরাপদ বলে জানিয়েছেন টিকা প্রস্ততকারক গামালিয়া ইন্সটিটিউটের পরিচালক অ্যালেক্সান্ডার গিন্টসবার্গ।

রয়টার্স ও তাস


মন্তব্য
জেলার খবর