মন্তব্য
‘সুলতানা বিবিয়ানা’ খ্যাত আঁচল ‘Achol Akhe’ নামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাস দিয়েছেন।
সেখানে ইঙ্গিত দিয়েছেন তিনি ‘মিথ্যা’ ও ‘অপবাদ’র শিকার।
আঁচল তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মিথ্যা অপবাদ ধারালো ছুরির চেয়েও ভয়ংকর। কাউকে অপবাদ দেয়ার আগে তার সত্যতা যাচাই করে নিন।’