ফরহাদ খান, নড়াইল:
নড়াইলে মেজর পরিচয়ে চাকুরির প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নয়ন কুমার সিংহসহ (২৮) তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ৫০০টাকাসহ একাধিক পরিচয়পত্র, নাগরিক সনদপত্র, সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছাড়াও চাকুরি প্রত্যাশীদের অনেক ছবি জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়।
নয়ন সিংহ নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের অবনী সিংহের ছেলে। তার দুই সহযোগী হলেন- সদরের চিলগাছা রঘুনাথপুর গ্রামের রুস্তম শেখের ছেলে মিজান শেখ (৪৫) ও রঘুনাথপুর গ্রামের মোসলেম ফকিরের ছেলে আহাদ ফকির (৪২)।
সদর থানার ওসি শওকত কবির জানান, আটকরা মেজর ও সেনাবাহিনীর লোক পরিচয় দিয়ে নড়াইলে নির্মাণাধীন রেলওয়ে প্রকল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেয়ার নামে নড়াইলের বিভিন্ন এলাকার চাকুরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, সে ব্যাপারে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে তাদের আটকের খবরে ভূক্তভোগীরা থানায় ভিড় করেন।
এমকে