ধষর্ণ চেষ্টার শিকার কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

১২ অগাস্ট ২০২১

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে ধর্ষণ চেষ্টার শিকার এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দোছরা ছনকান্দা গ্রামের নিজেদের বাড়ির বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে কারণ জানাতে না পারলেও ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। লাশটি ওই গ্রামের বাসিন্দা আশরাফ আলীর মেয়ে সেলিনা খাতুনের। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়াসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সেলিনার মা বাড়ির পাশে একটি দোকান থেকে জিনিসপত্র কিনে বাড়িতে যাওয়ার পর সেলিনার ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় স্বজনরা দরজা ভেঙে ঘরে ঢুকে, সেলিনাকে ঘরের ধর্ণার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় ২ যুবক। ওই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করে।বর্তমানে অভিযুক্তরা জামিনে আছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি।ঘটনাটি প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তার কারণ জানা যায়নি। তদন্তেই তা দ্রুত বেরিয়ে আসবে বলে আশা করছি।

 

তারিকুল ইসলাম/এমকে


মন্তব্য
জেলার খবর