মৃত্যু ২১৫, শনাক্ত ১০ সহস্রাধিক

১২ অগাস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে  করোনা আক্রান্ত ২১৫ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ১২৬ জনের।করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন।শনাক্তের হার ২২ দশমিক ৪৬ ।বৃহস্পতিবার  স্বাস্থ্য অধিদফতর  সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর  আরো জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনের।এর মধ্যে মারা গেছেন ২৩ হাজার ৬১৩ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন। ৮৩ লাখ এক হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা  হয়েছে।শনাক্তের হার ১৬ দশমিক ৮৩।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৪৫ হাজার ৯৯৮টি, পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৭৮টি। মৃতদের মধ্যে ১০৭ জন পুরুষ এবং নারী ১০৮ জন। বিভাগের মধ্যে ঢাকায় ৬৫ জন, চট্টগ্রামে ৫৪ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ২৮ জন, বরিশালে ১২ জন, সিলেটে ২২ জন, রংপুরে ১৬ জন এবং ময়মনসিংহে ১০ জন। সরকারি হাসপাতালে ১৭৮ জন, বেসরকারি হাসপাতালে ৩৪ জন এবং বাসায় ৩ জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর