করোনা টিকা নিজে পাওয়ার বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, একবারেই সবাইকে টিকা দেয়া যাবে না। তবে ধীরে ধীরে সবাইকে টিকা দেয়া হবে, সবাই টিকা পাবেন। বৃহস্পতিবার ডেঙ্গু ও করোনা মহামারিতে চ্যালেঞ্জ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় আহবান জানানোসহ এসব কথা বলেন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ কর্মশালা হয়।
মন্ত্রী জাহিদ মালেক জানান, করোনা টিকা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি চলছে। নিজেদের জনসংখ্যার তুলনায় ৪ থেকে ৫ গুণ বেশি টিকা তৈরি ও মজুত করেছে বড় বড় দেশগুলো।
করোনা থেকে সুরক্ষিত থাকতে সবাইকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি প্রতিপালনের আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিজেদের সুরক্ষা নিজেদেরেই করতে হবে। গণপরিবহনে গাদাগাদি করা চলবে না, তাহলে সংক্রমণ বাড়বে। করোনা নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি কঠিন হবে। মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে।
এক সময় করোনা মোকাবিলা সম্ভব হবে- আশা ব্যক্ত করে মন্ত্রী জাহিদ মালেক জানান, ৮০ শতাংশ মানুষকে টিকা দিতে হলে ২৬ থেকে ২৭ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন হবে। একসঙ্গে এত ভ্যাকসিন পাওয়া যাবে না, রাখাও সম্ভব না। তাই চেষ্টা করা হচ্ছে, যখন যেটা পাওয়া যায়, সেটা আনার জন্য। বিভিন্ন মাধ্যম থেকে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। কোভ্যাক্স থেকে ভ্যাকসিন পাচ্ছি, নিজেরাও কিনছি। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভালো রাখতে হলে সংক্রমণ রোধ করতে হবে- যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
কর্মশালায় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সলান, মহাসচিব এম আবদুল আজিজ প্রমুখ।
এমকে