বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে, আর মিডিয়ার কল্যাণেই বেঁচে আছে বলে মনে করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তাঁর আরো মনে হয়, জনআতঙ্কে থাকার পাশাপাশি হঠকারী রাজনীতির কারণে কর্মী-সমর্থকদেরও আস্থা হারিয়েছে দলটির নেতারা । বৃহস্পতিবার রাজধানী ঢাকায় জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংকালে এমন মন্তব্য করেন।
বিএনপির রাজনীতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, খুনিদের তোষণ, দুর্নীতিবাজ আর সাম্প্রদায়িক অপশক্তিকে পোষণ এবং অসহায় জনগণকে শোষণই তাদের রাজনীতি। তাদের রাজনীতি ইতিহাস বিকৃতি, মিথ্যাচার ও অপপ্রচারের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বিএনপি নেতাদের সম্মিলিত কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই। বিদেশ থেকে ভেসে আসা ফরমায়েশ মিডিয়ার মাধ্যমে ঢাকায় বসে কার্যকর করছে দলটির নেতারা। জনগণ বিশ্বাস না করায় তাদের অন্তঃসারশূন্য ও উদ্দেশ্যমূলক অপপ্রচারে সরকার কান দেয় না বলেও জানান ওবায়দুল কাদের। ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের দেয়া বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্ষমতা দেখে বিএনপি ঈর্ষার আগুনে জ্বলছে। অন্তর্দহন কমাতে এসব অপপ্রচার তাদের।
এমকে