চাল আমদানিতে কমলো শুল্ক

১২ অগাস্ট ২০২১

চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমানো হয়েছে। পাশাপাশি শর্ত সাপেক্ষে সমুদয় রেগুলেটরি ডিউটি থেকেও দেয়া হয়েছে অব্যাহতি। চালের বাজার দর নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপন জারির আগে চাল আমদানির শুল্ক ছিল ২৫ শতাংশ।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ সুবিধার আওতায়  চাল আমদানি করতে  খাদ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত কমপক্ষে যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে। আর বহাল থাকবে ২০২১ সালের ৩০ অক্টোবর পর্যন্ত ।

এমকে


মন্তব্য
জেলার খবর