সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে কথা চিন্তা করেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে নিউজিল্যান্ড। তবে এ সফরে থাকছে না কিউইদের মূল দল। আসছেন না নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন, অভিজ্ঞ ব্যাটসম্যান মার্টিন গাপটিলরা। নিয়মিত অধিনায়কের বদলে বিশ্বকাপের আগের দুই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
তারকা ক্রিকেটার ছাড়া আসার কারণও জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে ভারত সফর, বাংলাদেশ সফর, পাকিস্তান সফর রয়েছে দলটির। ফলে দীর্ঘ সময় ধরে তাদের বায়ো-বাবলে থাকতে হবে। ক্রিকেটারদের মানসিক অবস্থার কথা ভেবে দল এভাবে ভাগ করেছে দেশটির ক্রিকেটের বোর্ড।
নিউজিল্যান্ড দল:
ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি (ওয়ানডে), স্কট কুগেলাইন, কোল ম্যাকাঞ্জি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স (টি-টোয়েন্টি), ব্লেয়ার টিকনার, উইল ইয়াং, (পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি খেলতে যাবেন মার্টিন গাপটিল, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টড অ্যাস্টল ও ইশ সোধি)।
আর আই