রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উজলকুড় ইউনিয়ন পরিষদ (ইউপি)- এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মল্লিক মিজানুর রহমান মজনু (৫৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে ৷
মজনুর পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভূগছিলেন ৷ সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷
মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোক বার্তায় তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনা করেছেন ৷ একইসঙ্গে বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা বিএনপির নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন । শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় স্থানীয় ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা হবে ৷
অমিত পাল/এমকে