টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে সাকিব, সেরা দশে মুস্তাফিজ

১২ অগাস্ট ২০২১

অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। এক কথায় সিরিজটা দারুণভাবে শেষ করেছে টাইগাররা। এ সিরিজে ব্যাটে-বলে দারুণ করেছেন সাকিব আল হাসান। তার পুরস্কারও পেয়েছেন তিনি। সিরিজসেরার মুকুট উঠে তার মাথায়। সেই সাথে আবারও টি-টোয়েন্টি ফরমেটে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাবের মালিক হলেন তিনি।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জুড়ে বোলারদের দাপট ছিল। কার্যত ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা করতে পারেননি। কোনো দলই বড় স্কোর গড়তে পারেনি। শেষ ম্যাচে সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ড গড়ে অজিরা।

 

আর পুরো সিরিজ জুড়ে কমখরুচে বোলিং করে অজিদের কম্পন তুলে দিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ফিজের বোলিং স্পেল যেন বুঝতেই পারছিল না অজি ব্যাটসম্যানরা। মোস্তাফিজের এমন অসাধারণ বোলিংয়ের জন্য টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সেরা ১০-এ উঠে এসেছেন তিনি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর