মন্তব্য
ময়লা-আবর্জনাযুক্ত পানিকে বিশুদ্ধ করার লক্ষ্যে টানেল ও উচ্চ-প্রযুক্তিসম্পন্ন নেটওয়ার্কের উদ্ভাবন ঘটিয়েছে সিঙ্গাপুর সরকারI
সিঙ্গাপুরের নিওয়াটার নামে প্লান্টে পাম্পের সাহায্যে ময়লা পানিকে প্রক্রিয়াজাত করা হচ্ছে।
নদর্মার ময়লা পানিকে বিশুদ্ধ খাবার পানিতে রূপান্তরিত করা সাগরের দূষণ কমাতেও সাহায্য করছেI