সূচক ও লেনদেনের বড় উত্থান

১৩ অগাস্ট ২০২১

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনের বড় উত্থান হয়েছে।দর বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। লেনদেন হয় মোট ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির,কমেছে ১৪৪টির  এবং  অপরিবর্তিত ছিল বাকি ২৩টির।

লেনদেন হয় দুই হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ২১২ কোটি ৮৯ লাখ টাকা।এদিনে  বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি টাকায়, বেড়েছে তিন হাজার ১৪৯ কোটি টাকা। প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে ছয় হাজার ৬৯৯ দশমিক ৩৯ পয়েন্টে, ডিএসইএস সূচক ১৪ দশমিক ৯৬ পয়েন্ট  বেড়ে এক হাজার ৪৫৯ দশমিক শূন্য তিন পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২৯ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪২৭ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করে। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। আর দর বৃদ্ধির তালিকায় সবার ওপরে অবস্থান হয় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের।

এমকে


মন্তব্য
জেলার খবর