গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৯৭ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৪৬৫ জনের। শনাক্তের হার ২০ দশমিক ৮৩ । করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ পাঁচ হাজার ৩৩৩ জনের। এর মধ্যে মারা গেছেন ২৩ হাজার ৮১০ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৮৩ লাখ ৪২ হাজার ১৯০টি। শনাক্তের হার ১৬ দশমিক ৮৫।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৪১ হাজার ৭৫১টি,পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৬৪১টি। মৃতদের মধ্যে পুরুষ ১০৮ জন, নারী ৮৯ জন। বিভাগের মধ্যে ঢাকায় ৭৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, রাজশাহী ও সিলেটে আটজন করে, খুলনায় ১৮ জন, বরিশালে ১১ জন, রংপুরে নয়জন আর ময়মনসিংহে ১২ জন। সরকারি হাসপাতালে ১৫৬ জন, বেসরকারি হাসপাতালে ৩২ জন আর বাড়িতে নয়জন মারা গেছেন ।
এমকে