নির্মাণের শুরু থেকেই পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে, আর এখনো পদ্মা সেতুর পেছনে লোক লেগে আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, এ সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা নিছক কোনো দুর্ঘটনা বা চালকের অদক্ষতা হিসেবে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। সরষের মধ্যে ভূত আছে কি-না তদন্ত করে দেখতে হবে। শুক্রবার বিকালে পদ্মা সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। তার আগে একই দিন সকানে বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া আসার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে ৫ বার বিভিন্ন ফেরি চলাচলকালে এ সেতুর বিভিন্ন পিলারে ধাক্কা দেয়। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওবায়দুল কাদের জানান, এ সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সক্ষমতার সোনালি ফসল, পুরো জাতির সম্পদ। এ সেতুতে আঘাত করে সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে।তিনি জানান, এখন পর্যন্ত সেতুর ৯৪ দশমিক ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরে জুনে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।
এ সময় সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, জাজিরা ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিসি পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে