হাসপাতালে ২৪ ঘণ্টায় ২১১ ডেঙ্গু রোগী ভর্তি

১৩ অগাস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ২১১ জন ডেঙ্গু রোগী ভর্তি শনাক্ত হয়েছে।এর মধ্যে ২১০ জন ঢাকায়, বাকি একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, বর্তমানে  ৯৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ৮৮৪ জন। বাকি ৬৮ জন ঢাকার বাইরে । চলতি বছরে পাঁচ হাজার ৬৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৬৬৯ জন। ডেঙ্গুতে মারা যেতে পারেন – এমন সন্দেহে ২৪ জনের মৃত্যুর তথ্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর