পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ৫ বিভাগের অধিকাংশ এবং ৩ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, একই সময়ে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিও । বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সময় দমকা হাওয়া বয়ে যেতে পারে।পূর্বাভাসে শুক্রবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে এ বৃষ্টি হতে পারে। অধিকাংশ জায়গার মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও বরিশাল আর অনেক জায়গা বলতে রংপুর, রাজশাহী ও খুলনার কথা স্পষ্ট করেছে। বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট সঞ্চারণশীল মেঘ থেকে এখন যে বৃষ্টি হচ্ছে, সেটা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
মৌসুমী বায়ুর গতি-প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে- বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং মাঝারি অবস্থায় বিরাজ করছে।
এমকে