শ্রাবণের শেষপ্রান্তে আষাঢ়ের গল্প শুরু করেছে বিএনপি

১৩ অগাস্ট ২০২১

 

শ্রাবণের শেষপ্রান্তে এসে বিএনপি নেতারা  এখন নতুনভাবে আষাঢ়ের গল্প শুরু করেছেন বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, তাদের মাথা থেকে ওয়ান ইলেভেন সৃষ্টির ভূত এখনো নামেনি। ভ্যাকসিন নিয়ে মিথ্যাচারের অপকৌশল ব্যর্থ হওয়ায় নৈরাজ্য সৃষ্টিতে নতুন করে কাল্পনিক অভিযোগ তুলছে তারা।

সরকার গঠন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের প্রতিবাদে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। সম্প্রতি মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা সরকার ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কারণেই ওয়ান ইলেভেনের  সৃষ্টি তা দেশের জনগণ ভালো করেই জানে। তাদের অন্ধ ক্ষমতালিপ্সা আর অবাধ দুর্নীতির সাম্রাজ্য টিকিয়ে রাখার অপচেষ্টা ওয়ান ইলেভেন সৃষ্টির পথ মসৃণ করেছিল। তিনি জানান, শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার ছিল জনগণের সরকার। বিএনপির অপরাজনীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভোটে নির্বাচিত বর্তমান সরকার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বিএনপি এখনো  ষড়যন্ত্র ও অপরাজনীতির জাল বিস্তারে ব্যস্ত। নির্লজ্জভাবে মিথ্যা অভিযোগ তোলা  নৈমিত্তিক কর্মসূচিতে পরিণত হয়েছে তাদের। জনগণের প্রত্যক্ষ সমর্থন ছাড়া অন্ধকার চোরাগলি পথে ক্ষমতা দখলের রঙিন খোয়াব বিএনপির সফল হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এমকে

 


মন্তব্য
জেলার খবর