মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখানে গলায় ফাঁস লাগানো অবস্থায় জেসমিন (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে চরপাতা এলাকায় জেসমিনদের বাড়ির বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। সে আবুল কাশেমের মেয়ে, স্থানীয় সুকদেব এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
দৌলতখান থানার অফিসার ইন চার্জ (ওসি) বজলার রহমান বলেন, ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেয়েটি আত্মহত্যা করেছে, নাকি তাকে হত্যা করা হয়েছে- সে বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কামরুজ্জামান শাহীন/এমকে