কোয়ারেন্টাইনে পরীমনি

১৪ অগাস্ট ২০২১

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন)  ১৪ দিন থাকবেন মাদক মামলায় গ্রেফতার নায়িকা পরীমনি ।ডিভিশন না পাওয়ায়  কোয়ারেন্টাইন শেষে সাধারণ বন্দিদের সঙ্গে তাকে রাখা হবে।

দুই দফায় ছয়দিনের রিমান্ড শেষে ১৩ আগস্ট শুক্রবার দুপুর ১১টা ৪০ মিনিটে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল পরীমনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর বিকেল ৪টা ১২ মিনিটে তাকে নিয়ে পুলিশের প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সন্ধ্যা ৭টার দিকে কারাগারে পৌঁছায় পরীমনির প্রিজন ভ্যান। 

 


মন্তব্য
জেলার খবর