টিকার নামে স্যালাইন পুশ জার্মানিতে

১৪ অগাস্ট ২০২১

জার্মানিতে করোনা টিকার বদলে ইনজেকশনে স্যালাইনের পানি ঢুকিয়ে পুশ করেছেন এক নার্স।

উত্তর জার্মানির লোয়ার স্যাক্সনির একটি শহরে ঘটেছে এই ঘটনা। 

গত এপ্রিলে টিকার একটি শিশি ভেঙে ফেলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন নার্স। ভয় পেয়ে ও চাকরি বাঁচাতে স্যালাইন পানির টিকা দিয়ে দেন।

ডয়েচে ভেলে


মন্তব্য
জেলার খবর