চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের ৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি ও বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকার ৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
হুবেই প্রদেশের উত্তরের শহর সুইঝৌর লিউলিনে ২ হাজার ৭০০-র বেশি ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে; বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।সুইঝৌ, শিয়াংইয়াং ও শিয়াওগানসহ বিভিন্ন শহরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
হুবেইয়ের তিন হাজার ৬০০-র বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে ৮ হাজার ১১০ হেক্টর জমির ফসল; সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক এক কোটি ৬৭ লাখ ডলার। দুর্যোগ ঝুঁকিতে আছে মধ্যাঞ্চলীয় হুবেই, হেনান, হুনান, আনহুই, দক্ষিণপশ্চিমের চংকিং, সিচুয়ান ও গুইঝৌ এবং পূর্ব উপকূলের ঝিঝিয়াং।
রয়টার্স, চায়না নিউজ সার্ভিস, চায়না ডেইলি ও সিনহুয়া