পালাচ্ছে আফগানরা

১৪ অগাস্ট ২০২১

তালেবানের অগ্রযাত্রার মুখে পালাতে থাকা বহু মানুষ কাবুলের রাস্তায় ঘুমাতে বাধ্য হচ্ছে। গত কয়েক দিনে যেসব মানুষ কাবুলে পালিয়েছেন তাদের মধ্যে প্রায় ৭২ হাজার শিশু রয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।

তালেবান হামলার মুখে পালাতে থাকা মানুষের সংখ্যা বাড়তে থাকায় আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলোকে সীমান্ত খুলে রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাজধানী কাবুলকে সবচেয়ে নিরাপদ মনে করে সেদিকে পালাচ্ছে বাস্তুচ্যুত বহু মানুষ।

নিজেদের দূতাবাস কর্মীদের ফিরিয়ে নিতে কাবুল বিমানবন্দরে নতুন করে প্রায় তিন হাজার সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে প্রায় ছয়শ’ সেনা পাঠিয়েছে যুক্তরাজ্য।

বিবিসি


মন্তব্য
জেলার খবর