দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। চলতি বছরের নভেম্বরেই শুরু বিশ্বের সবচেয়ে জমজমাট এ আসর। মধ্যপ্রাচ্যের দেশ কাতার এবারের আয়োজক। মাঠে বসে খেলা দেখতে এ পর্যন্ত আবেদন করেছেন ১ কোটি ৭০ লাখ মানুষ। কেবল ফাইনাল খেলা দেখার জন্য আবেদন করেছেন ১৮ লাখ দর্শক।
ফিফা কিছুদিন আগে প্রথম ধাপে বিশ্বকাপের প্রবেশের টিকেট বিক্রির ঘোষণা দেয়। এ ঘোষণার পর টানা ২০ দিন ধরে চলতে থাকে লটারির মাধ্যমে টিকেটের আবেদনের প্রক্রিয়া, যা শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যে এ পরিমাণ আবেদন পেয়েছে কাতার বিশ্বকাপ কর্তৃপক্ষ।
টিকেটের জন্য আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আবেদনকারী ছিলেন বিশ্বকাপের আয়োজক দেশ কাতার থেকে। আন্তর্জাতিক দর্শকদের জন্য ফাইনাল ম্যাচের টিকিরে সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৬০০ মার্কিন ডলার। কাতারি বাসিন্দাদের সঙ্গে সেখানকার অভিবাসী শ্রমিকরাও স্বল্প মূল্যে টিকিট ক্রয় করতে পারবে। যার সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১১ মার্কিন ডলার।
ফিফা জানায়, এতো বিপুল পরিমাণ আবেদন, বিশ্বজুড়ে ভক্তরা এ খেলার প্রতি তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছে।