শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় হারেছ নামের এক ব্যক্তি তার প্রতিবেশি এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের করেছে- এমন অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন ভুক্তভোগীর মা। ১১ আগস্ট (বুধবার) বিকালে ঘটনাটি ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এদিকে ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে বিষপানের ‘নাটক’ করে অভিযু্ক্ত ময়মনসিংহ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। হারেছ(২৬) কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া গ্রামের সামছুলের ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী হারেছের বাড়ি পাশ দিয়ে নিজের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় হারেছ তাকে ফুসলিয়ে ঘরে নিয়ে যায় ও ঘটনাটি ঘটায়। ঘটনার সময় হারেছ একাই বাড়িতে ছিল, বাড়ির বাকি লোকজন বিয়ের দাওয়াত খেতে গিয়েছিল। পরে সেখানে থেকে বাড়িতে ফিরে আকার-ইঙ্গিতে তার মাকে ঘটনার বিবরণ জানায় ভুক্তভোগী।এদিকে অভিযুক্ত হারেছ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালালেও ব্যর্থ হয়। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আসামিকে গ্রেফতার করতে অভিযান চলছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভুক্তভোগীকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তারিকুল ইসলাম/এমকে