১৭৮ করোনা রোগীর প্রাণহানি

১৪ অগাস্ট ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭৮ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৮৮৫ জনের। শনাক্তের হার ২০ দশমিক ৬৬। করোনা থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ৮০৫ জন। শনিবা স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনের। এর মধ্যে  ২৩ হাজার ৯৮৮ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন  ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৮৩ লাখ ৭৫ হাজার ৫২০টি। শনাক্তের হার ১৬ দশমিক ৮৬।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩২ হাজার ৮১০টি,পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ৩৩০টি। মৃতদের মধ্যে পুরুষ ১০৯ জন আর নারী ৬৯ জন।বিভাগের মধ্যে ঢাকায় ৬৭ জন, চট্টগ্রামে ৪৫ জন, রাজশাহীতে ১৪ জন, খুলনায় ২৩ জন, বরিশালে সাতজন, সিলেটে ১১ জন, রংপুরে ছয়জন আর ময়মনসিংহে পাঁচজন। সরকারি হাসপাতালে ১৩৯ জন, বেসরকারি হাসপাতালে  ৩৫ জন আর বাড়িতে চারজন মারা গেছেন ।

এমকে


মন্তব্য
জেলার খবর