টিকা প্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছে সরকার

১৪ অগাস্ট ২০২১

দুর্নীতির আশ্রয় নিয়ে সরকার  উৎস থেকে করোনার টিকা প্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মনে হয়, এ টিকা নিয়ে বিএনপি রাজনীতি করছে না, অপরাজনীতি করছে আওয়ামী লীগ। টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণে বিজ্ঞান ও বাস্তবসম্মত ব্যবস্থাপনা তৈরি করতে পারেনি সরকার।  শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে  এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। শুক্রবার  অনুষ্ঠিত দলের  স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জনসম্মুখে প্রকাশে এ সংবাদ সম্মেলন হয়।

মির্জা ফখরুল বলেন, করোনা টিকার বিষয়ে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সরকার  জনগণের সঙ্গে প্রতারণা করছে, পাশাপাশি জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে। দেশের সব মানুষকে টিকা দেয়ার জন্য টিকা সংগ্রহে দ্রুত কার্য্করী ব্যবস্থা নেয়ার আহবান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রয়োজনে মেগাপ্রজেক্ট স্থগিত করে হলেও সম্ভাব্য সব উৎস থেকে টিকা সংগ্রহ করতে হবে। আর দেশে  আন্তর্জাতিক মানের টিকা উৎপাদনের ব্যবস্থা করতে হবে। লকডাউনকে অপরিকল্পিত  উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারের তরফ থেকে নিম্ন আয়ের মানুষের খাদ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করায় লকডাউন ফলপ্রসূ হয়নি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর