১৫ আগষ্ট, জাতীয় শোক দিবসে রাজধানী ঢাকায় গাবতলী, নিউমার্কেট, সাইন্সল্যাব, রেইনবো এফডিসি থেকে আজিমপুর-রাসেল স্কয়ার রুটে যাত্রীবাহী যান চলাচলের বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহনের নির্বিঘ্ন চলাচল ও যানজট পরিহারের জন্যই এ নির্দেশনা। ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। শনিবার সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
তথ্য বিবরণীতে জানানো হয়, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যরাসহ বিভিন্ন স্তরের মানুষ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।
যান চলাচলের নির্দেশনায় তথ্য বিবরণীতে জানানো হয়, গাবতলী থেকে মানিক মিয়া এভিনিউ-ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সাইন্সল্যাব হয়ে রাসেল স্কয়ার-আজিমপুর, নিউমার্কেট ও সাইন্সল্যাব থেকে ধানমন্ডি ২ নম্বর রোডে বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে রাসেল স্কয়ারে, রেইনবো এফডিসি থেকে সোনারগাঁও ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে রাসেল স্কয়ারে পৌঁছাবে সব যাত্রীবাহী যানবাহন। আর অনুষ্ঠানের অতিথিদের যানবাহন মানিক মিয়া এভিনিউ-ধানমন্ডি ২৭-মেট্রো শপিং মল ডানে মোড়-আহসানিয়া মিশন ক্রসিং বামে মোড়-৩২নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।
এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিদের গাড়ি পার্কিংয়ের বিষয়টিও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে- ধানমণ্ডির ৩২ নম্বর ব্রিজের উত্তরের ১১ নম্বর রোডের উত্তর ও পশ্চিম প্রান্তে পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব বা সচিব পদমর্যাদার সব গাড়ি, ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্তে সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতাদের গাড়ি ও আহসানিয়া মিশনের উত্তর রাস্তা আইনশৃঙ্খলা বাহিনীর সব গাড়ি পার্কিং হবে।
এমকে