হোমিও-ইউনানি পড়ে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা যাবে না

১৪ অগাস্ট ২০২১

হোমিও-ইউনানি পড়ে কেউ আর তার নামের পূর্বে ‘ডাক্তার’পদবি ব্যবহার করতে পারবে না। নামের পূর্বে ইনটেগ্রেটেড ফিজিশিয়ান, কমপ্লিমেন্টারি ফিজিশিয়ান,ইন্টেগ্রেটেড মেডিসিন প্রাকটিশনার এবং কমপ্লিমেন্টারি মেডিক্যাল প্রাকটিশনার পদবি ব্যবহার করতে পারবেন। এ সংক্রান্ত  রিট নিষ্পত্তির দেয়া রায়ের পর্যবেক্ষণে বিষয়টি বলছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের  দেয়া ৭১ পৃষ্ঠার রায়টি বাংলায় প্রকাশিত হয় শনিবার।

হোমিও-ইউনানি প্রভৃতি চিকিৎসা ব্যবস্থাপনাকে ‘বিকল্প চিকিৎসা পদ্ধতি’উল্লেখ করে আদালত বলেন, পাশের দেশ ভারতেও বিকল্পধারার চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখতে পারেন না।

প্রসঙ্গত, এর আগে নামের পূর্বে ডাক্তার ব্যবহারের নির্দেশনা চেয়ে  রিটটি করেন হোমিওপ্যাথিক ও ইউনানি ডিগ্রিধারীরা। সেই রিটের ওপর রুল জারি  ও পরবর্তীতে  রুলের ওপর শুনানি হয়। শুনানি শেষে হোমিও-ইউনানি পড়ে কেউ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবেন না-  নিষেধাজ্ঞা দিয়ে রায় দেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম ও অ্যাডভোকেট খোন্দকার নীলিমা ইয়াসমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার তানজীব উল আলম।

এমকে


মন্তব্য
জেলার খবর