জাতীয় শোক দিবস পালিত শেরপুরে

১৫ অগাস্ট ২০২১

শেরপুর প্রতিনিধি:

১৫ আগষ্ট, রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শেরপুরে। দিবসটি উপলেক্ষে আগেই জেলা প্রশাসন কর্মসূচি হাতে নেয়।কর্মসূচির অংশ হিসেবে সকাল সাতটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ১৫ আগষ্টে সব শহীদের স্মরণার্থে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সব সদস্যসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়।

 

জাতির পিতার ম্যুরালে  শ্রদ্ধা নিবেদন করেন হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান (আতিক) জেলা প্রশাসক মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।নিরবতা পালনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারি কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা।

 

তারিকুল ইসলাম/এমকে

 


মন্তব্য
জেলার খবর