২৪ ঘণ্টায় ১৮৭ করোনা রোগীর প্রাণহানি

১৫ অগাস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৮৭ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৬৮৪ জনের। শনাক্তের হার ২০ দশমিক ২৫। করোনা থেকে সুস্থতা ফিরে পেয়েছেন ১১ হাজার ৩৭১ জন। রোববার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে  এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনের। এর মধ্যে মারা গেছেন ২৪ হাজার ১৭৫ জন।সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৮৪ লাখ আট হাজার ৫২১টি। শনাক্তের হার ১৬ দশমিক ৮৭।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৪০৩টি, পরীক্ষা হয়েছে ৩৩ হাজার একটি। মৃতদের মধ্যে পুরুষ ১০১ জন, নারী ৮৬ জন। বিভাগের মধ্যে ঢাকায় ৭১ জন, চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ২১ জন, বরিশালে আট জন, সিলেট ও রংপুরে ১৩ জন করে ও ময়মনসিংহে ১০ জন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর