চট্টগ্রাম প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়লে নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৩জন। রোববার সকালে কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের ভেন্ডিবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের ইসমাইল হোসেনের স্ত্রী হাজেরা বেগম (৪২), ডুলাহাজারা ইউনিয়নের রাম মাস্টারের ছেলে রতন বিজয় (৫৪), তার স্ত্রী মধুমিতা (৪৬), কক্সবাজার ঘোনারপাড়া এলাকার প্রদীপের স্ত্রী পূর্ণিমা (৩৪), তার ছেলে স্বার্থক (৫) ও একই এলাকার মৃত শঙ্করের স্ত্রী রানি রুদ্র (৬৪)। এছাড়া আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন- কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার মৃত শংকর রুদ্রের ছেলে প্রদীপ রুদ্র (৪৬), তার মেয়ে শ্যামলী রুদ্র (৯), মানিকগঞ্জ জেলার বাবর আলী (১৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে মাইক্রোবাসটি চট্টগ্রাম যাচ্ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি মহাসড়কটির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়, ডুবে গেলে হতাহতের ঘটনা ঘটে। স্থানীদের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
হতাহতের সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ ফয়সাল জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে