বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক চার খুনির মধ্যে ২ জনকে খুব শিগগিরই এবং বাকি দুজনকেও খুঁজে বের করে যে কোনো সময় দেশ এনে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। রোববার জাতীয় শোক দিবসের এক স্মরণসভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রাজধানীর ধোলাইপাড়ে এ সভার আয়োজন করে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি।
এ চার খুনি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, তাদের একজন যুক্তরাষ্ট্রে (রাশেদ চৌধুরী) ও আরেকজন কানাডায় (নূর চৌধুরী) আছে। খুব শিগগিরই তাদের দেশে আনার ব্যাপারে সেখানকার সরকারের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। বাকি দু’জনকে আমরা খুঁজছি। তাদেরও যে কোন সময় আইডেন্টিফাই করে দেশ নিয়ে আসা হবে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।আরো ব্কতব্য দেন- জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান সালমা হোসেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সানজিদা খানমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
এমকে