জাতির জনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের কুশীলব ও নেপথ্যের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে কমিশন গঠন হবে। কমিশনে থাকবেন দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ব্যক্তিরা। রোববার রাজধানী ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বঙ্গবন্ধু গ্যালারি’র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, এ কমিশন অবশ্যই নিরপেক্ষ হবে। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে মন্ত্রী আনিসুল হক বলেন, এ হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত পাঁচ খুনি বিদেশে পালিয়ে আছে। তাদের দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। তাদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও বাংলাদেশের জনগণ ক্ষান্ত হবে না- যোগ করেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক শদীদুল আলম ঝিনুক, আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহা, সলিসিটর রুনা নাহিদসহ নিবন্ধন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
এমকে