মন্তব্য
২০২১ সালে এসে জনসংযোগ কৌশল বদলে ফেলেছে তালেবান। তালেবানশাসিত সরকারকে সেখানকার মানুষ কিভাবে মেনে নেয় সেটি দেখতে অপেক্ষা করা দরকার। এই অঞ্চলের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে।
এসব কথা বলেছেন ওয়াশিংটন ডিসিভিত্তিক থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠান উইলসন ইন্টারন্যাশনালের এশিয়া কর্মসূচির উপপরিচালক মাইকেল কুগেলম্যান।
তিনি বলেন, তাদের মুখপাত্র আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বলছেন, তারা স্বীকৃতি পেতে চায়, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে সতর্ক হতে হবে আগামীতে। এছাড়া মনে রাখা দরকার যে, আমরা এখনও এমন একটি গোষ্ঠীর কথা বলছি, যাদের হাতে অতীতে নৃসংশতার চিহ্ন রয়েছে।
বিবিসি ও আল জাজিরা