ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলে দিন শেষ করে নিউজিল্যান্ড। টাইগার বোলারদের হতাশায় ডুবিয়ে ডাবল সেঞ্চুরি তুলে নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। সঙ্গে একই পথে হাঁটেন ডেভন কনওয়েও।
প্রথম দিনে ওপেনার উইল ইয়াং ৫৪ রান করে বিদায় নিলেও ডেভন কনওয়েকে নিয়ে দিন শেষ করে দেন ল্যাথাম। এবাদতের বলে আউট হওয়ার সম্ভবনা জাগিয়ে রিভিউয়ে বেঁচে যান লাথাম।
কনওয়ে ৯৯ ও ল্যাথাম ১৮৬ রানে ২য় দিন শুরু করেন। দিনের শুরুতেই কনওয়ে তুলে নেন শতক। তবে দলীয় ৩৬৩ রানের মাথায় কনওয়েকে ১০৯ রানে রান আউট করে রেকর্ড ২১৫ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।
এরপর ল্যাথাম তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ল্যাথাম একপ্রান্ত আগলে রেখে ডাবল সেঞ্চুরি তুলে নিলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়েছে কিউইদের। রস টেইলর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে ২৮ রান করে শিকার হয়েছেন এবাদত হোসেনের। এরপর হ্যানরি নিকলসকে রানের খাতা খোলার আগেই ফিরিয়েছেন এবাদত।
মধ্যাহ্ন বিরতির আগে ড্যারেল মিচেলকে ৩ রানে তুলে নেন শরিফুল ইসলাম। মিচেলকে ফেরানোর মধ্য দিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ৪ উইকেট হারাতে হয়েছে কিউইদের। বিরতির আগে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪২৩ রান। ল্যাথাম অপরাজিত রয়েছেন ২১৫ রানে।
আরআই