জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় থাকবে আ.লীগ : ওবায়দুল কাদের

১২ ফেব্রুয়ারী ২০২২

সংবিধান সম্মতভাবে যথা সময়েই দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, আওয়ামী লীগ বর্তমানে যেমন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে, তেমনি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় থাকবে। জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র পরিচালনায় যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে জয় হবেই আমাদের। শনিবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচন কমিশন (ইসি),  ইসি নিয়োগে গঠিত সার্চ কমিটি এবং আগামীতে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন ওবায়দুল কাদের।

গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি তোয়াক্কা না করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষেদাগার করার জন্য বিএনপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন ওবায়দুল কাদের। বলেন, এ কমিশনের প্রতিটি সিদ্ধান্তই রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তাই নির্বাচন কমিশনের প্রতি এরূপ অসৌজন্যমূলক আচরণ দেশের সংবিধান পরিপন্থী।

ওবায়দুল কাদের বলেন,  বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। তাই নির্বাচনে অংশ না নেওয়া বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনে অংশগ্রহণের ভ্রষ্ট নীতি গ্রহণ করে আসছে। তিনি জানান, বিএনপির প্রতি জনগণের কোনও আগ্রহ নেই। জনপ্রত্যাখ্যাত বিএনপি তাই সার্চ কমিটির প্রতি বিরূপ মন্তব্য ও লাগাতার অপপ্রচারে লিপ্ত হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর