পাবজি, ফ্রি ফায়ারসহ অনলাইন ভিত্তিক সব ধরনের ক্ষতিকর গেম অবিলম্বে বন্ধ করে দিতে বলা হয়েছ। সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে টিকটক, বিগো লাইভ, লাইকির মতো সব অ্যাপ কেন বন্ধ করা হবে না- জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আগামী ১০ দিনের মধ্যে রুলটির জবাব দিতে বলা হয়েছে বিবাদীদের। বিবাদীরা হলেন- ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের আইজি। তার আগে এ সংক্রান্ত একটি রিটের শুনানি করেন আদালত।
এসব গেম ও অ্যাপ অবিলম্বে বন্ধের নির্দেশনা চেয়ে ২৪ জুন রিট করেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রিটটি করা হয়। তার আগে ১৯ জুন এসব গেম এবং অ্যাপ বন্ধে বিবাদীদের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু নোটিশটির জবাব না পেয়ে রিটটি করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সরোয়ার পায়েল আর বিটিআরসির পক্ষে ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব লড়েন।
এমকে