ধান ভানতে শিবের গীত গাইছেন মির্জা ফখরুল: ওবায়দুল কাদের

১৬ অগাস্ট ২০২১

ছাত্রদলের এক নেতার জামিন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধান ভানতে শিবের গীত গাইতে চেয়েছেন বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এখানে সরকারকে দোষারোপ করা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের জামিনে মুক্তি নিয়ে রোববার মির্জা ফখরুলের দেয়া বিবৃতির প্রতিক্রিয়ায় সোমবার এক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করেন ওবায়দুল কাদের।

বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, ইসহাক সরকার আদালত থেকে জামিন লাভ করলেও বিভিন্ন কায়দায় জেল থেকে তার মুক্তি বিলম্বিত করা হচ্ছে। আর সংগঠনের সহসভাপতি মোস্তাফিজুর রহমানকে মিথ্যা মামলায় গ্রেফতার তরুণ নেতৃত্বকে ধ্বংসেরই নিরবচ্ছিন্ন অংশ।

ওবায়দুল কাদের আরো বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত বর্তমান সরকার কারো ওপর দমন-পীড়নে বিশ্বাসী নয়। আইনের শাসন ও বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যারা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা পরিপন্থী ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, সরকার দেশকে কখনোই বিএনপি শূন্য করতে চায় না, আর এটা আওয়ামী লীগের রাজনীতিও না।

নিজেদের অতীত কর্মকাণ্ডের কারণেই বিএনপি আজ নিশ্চিহ্নপ্রায় উল্লেখ করে ওবায়দুল কাদের জানান- রাজনৈতিক মাঠে নয়, শুধুমাত্র লিপ সার্ভিসের মাধ্যমে গণমাধ্যমের ওপর ভর করে টিকে আছে তারা। তাদের মিথ্যা-বানোয়াট-ভ্রান্তিমূলক কথাবার্তা সবসময় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বাংলার জনগণ। বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুলের বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওবায়দুল কাদের।

 

এমকে


মন্তব্য
জেলার খবর