দেশে চলতি বছরে ২৫ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এর মধ্যে চলতি মাসেই মারা গেছেন ১৩, বাকি ১২ জনের মৃত্যু হয়েছে আগের মাসে- জুলাইয়ে। আর ঢাকা শিশু হাসপাতালে মারা গেছে পাঁচ শিশু। সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তার আগে কারণ নিশ্চিত হওয়ার জন্য এদের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। সোমবার অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে কন্ট্রোল রুম জানায়, ২২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৯৯ জন, বাকি ২২ জন ঢাকার বাইরের হাসপাতালে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে ১ হাজার ৩২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।এর মধ্যে ৯৬২ জন ঢাকায়, বাকি ৭০ জন ঢাকার বাইরে। চলতি বছরে সব মিলে ৬ হাজার ৩২১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২৬৪ জন।
এমকে