কক্সবাজারে কাউন্সিলরের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

১৬ অগাস্ট ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি :

কক্সবাজারে পৌর কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুর ছেলে সেজানকে (২২) ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার দুপুরে শহরের বৈদ্যঘোনায় জাদিপাহাড়ের সিঁড়িতে এ হামলার ঘটনা  ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খোরশেদ নামে একজনকে তাদের হেফাজতে নিয়েছে পুলিশ। সেজান ইয়াবা বিক্রয় ও সেবন করতো, পাশাপাশি ছিনতাইয়ের সঙ্গেও জড়িতে ছিল বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে। তার বাবা  ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

এলাকাবাসী সূত্র জানায়, শহরের বৌদ্ধ মন্দিরের ভেতরে উকৌশল্ল্যা বৌদ্ধ বিহারের (স্কুল) দরজা ও জানালা ভেঙ্গে ইয়াবা সেবন ও বিকিকিনির  আস্তানা বানিয়েছে স্থানীয় ইয়াবা আসক্তরা। সেখানে প্রায়ই ছিনতাইয়ের  ঘটনা ঘটতো। এ নিয়ে প্রায় সময় ছিনতাইকারীদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এ রকম কোনো এক ঘটনায় প্রতিপক্ষরা সেজানকে হত্যা করেছে।

কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝি বলেন, সেজান আমার আগের সংসারের ছেলে। সে ছোট বেলা থেকে জাদিমোড়ায় তার মামার সাথে থাকে। যদিও তার ভরণপোষণ আমি দেই। কিন্তু তার সাথে আমার যোগাযোগ নেই। সেজান কি করে না করে, আমার জানা নেই।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত)সেলিম উদ্দিন বলেন, মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। পুলিশ হেফাজতে নেয়া ব্যক্তি ঘটনার প্রত্যেক্ষদর্শী।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে 

 


মন্তব্য
জেলার খবর