জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে যারা ক্ষেত্র প্রস্তুত করেছিল, তারাও খুনিদের মতো সমান অপরাধী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বলেছেন, তিনি সবটাই জানেন, ধীরে ধীরে সবটাই বের হবে। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন।সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাহাত্তরের ১০ জানুয়ারি দেশে এলেন, তখন থেকেই শুরু হয় ষড়যন্ত্র। ওই সময় মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়, সৃষ্টি হয় জাসদ। আর একটা চেষ্টা ছিল জনগণের কাছ থেকে বঙ্গবন্ধুকে দূরে সরানোর। সেই চেষ্টা সফল না হওয়ায় ঘটনো হলো এ হত্যাকাণ্ড। তিনি জানান, বঙ্গবন্ধু হত্যা মামলায় খুনিদের বিচার হয়েছে। বিচারটা জরুরি ছিল।
সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।