অনুতপ্ত ৯ হরিণ শিকারির আত্মসমর্পণ

১৬ অগাস্ট ২০২১

বাগেরহাট প্রতিনিধি:  

নিজেদের কর্মকাণ্ডে অনুতপ্ত হয়ে বাগেরহাটের মোংলায় আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের ৯ হরিণ শিকারী। এ সময় শিকারে ব্যবহৃত বেশকিছু ফাঁদ বনবিভাগে জমা দেন।সোমবার দুপুরে ষ্ট্যাম্পে লিখিতভাবে পূনরায় হরিণ শিকার না করার প্রতিশ্রুতি দিয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে আত্মসমর্পণ করেন তারা।

আত্মসমর্পণকারীরা হলেন- সাজ্জাক ব্যাপারি (২৫), এমদাদুল সরদার (২৮), মহিদুল শেখ (৩০),  রেজাউল শেখ (৩৫), জাহাঙ্গীর মোল্লা (৩০),  বাচ্চু মৌছাল্লি (৩৫), আতাউর খাঁন (৩৫), রুবেল শেখ (২৮) ও ফরিদ জোমাদ্দার (৩৮)। তাদের বাড়ী উপজেলার সুন্দরবন ও চিলা ইউনিয়নে। 

চাঁদপাই স্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান বলেন, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকার ও কীটনাশক দিয়ে মাছ আহরণসহ নানা অপরাধে জড়িত ছিলেন। কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের কাছে কোন প্রমাণ ছিল না। বন কর্মকর্তারা বিভিন্ন সময় তাদের সঙ্গে যোগাযোগ করে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ শিকারের কুফল ও এসব কর্মকাণ্ডের অপরাধের শাস্তি বোঝাতে সক্ষম হয়েছেন। ফলে তারা অনুতপ্ত হয়ে আত্মসমর্পণ করেছেন।

নূরুজ্জামান শেখ/এমকে

 


মন্তব্য
জেলার খবর