মন্তব্য
চলতি বছরে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, শুরু হবে পহেলা সেপ্টেম্বর। শুরুর দিনে সংসদের বৈঠক বসবে বিকাল পাঁচটায়। সোমবার রাষ্ট্রপতি এ অধিবেশন আহবান করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে এ অধিবেশন। অধিবেশনের কার্যতালিকা পাওয়া যায়নি, কতদিন চলবে তাও নিশ্চিত হওয়া যায়নি। সবশেষ অধিবেশন শেয় হয় ৩ জুলাই, চলতি অর্থবছরের বাজেট অধিবেশন ছিল এটা। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেক অধিবেশন আহবান করতে হবে।
এমকে