মানুষকে তালেবানের হাত থেকে বাঁচান : সাহারা করিমি

১৭ অগাস্ট ২০২১

বিশ্বের প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রনেতাদের আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আফগান ফিল্ম অর্গানাইজেশন-এর প্রথম নারী চেয়ারপার্সন সাহারা করিমি।

দেশটির নারী চিত্র পরিচালক আর্তিভরা খোলা চিঠিতে লিখেন, আমাদের সুন্দর দেশটাকে, দেশের মানুষকে এবং শিল্প সচেতন মানুষকে তালেবানের হাত থেকে বাঁচান।

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর