কাবুলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে : সোহিনী

১৭ অগাস্ট ২০২১

তালেবানদের হাতে কাবুলের পতনের দিন এয়ার ইন্ডিয়ার শেষ বিমানে রাতে দিল্লিতে ফিরে এসেছেন মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে আফগানিস্তানে কর্মরত ভারতের সোহিনী সরকার। 

সোহিনী বলেন, তালেবান রাজধানীতে প্রবেশ করায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ভয়ে সবার মুখ শুকিয়ে আসছে। সারাক্ষণ একটা ভীষণ খারাপ লাগা কাজ করছিল । এতদিন যাদের সাথে ও যাদের জন্য কাজ করেছি, তাদের একটা প্রবল বিপদের মধ্যে রেখেই আমাকে চলে যেতে হচ্ছে। অথচ তারা চাইলেও চলে যেতে পারছেন না এখান থেকে!

বিবিসি


মন্তব্য
জেলার খবর