মানসিক দাসত্ব প্রকৃত দাসত্বের চেয়েও নিকৃষ্ট : ইমরান খান

১৭ অগাস্ট ২০২১

যখন আপনি অন্য কারও সংস্কৃতিকে উন্নত মনে করে তা গ্রহণ করবেন, তখনই আপনি সেই সংস্কৃতির দাসে পরিণত হবেন। মানসিক এই দাসত্ব প্রকৃত দাসত্বের চেয়েও নিকৃষ্ট।

সোমবার পাকিস্তানে জাতীয় একমুখী পাঠ্যসূচি প্রণয়ন বিষয়ক এক সভায় এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।

তিনি আরো বলেন, অন্যের সংস্কৃতি ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া দাসত্বের নামান্তর। দাসের মনোভাব নিয়ে বড় কিছু কখনও অর্জন করা যায় না। তাই এই শৃঙ্খল ভেঙে ফেলাটা জরুরি।

ডন ও বিবিসি


মন্তব্য
জেলার খবর