ঢাকায় পুলিশ-বিএনপির সংঘর্ষ

১৭ অগাস্ট ২০২১

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে মঙ্গলবার সকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষকালে পুলিশেকে লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়ে। পুলিশও গুলি ছোড়ে ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় দলের ১০/১২ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতারা তাদের নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলে ঘটনাটি ঘটে। নবগঠিত আহবায়ক কমিটির তরফ থেকে দলের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানানোর রীতি রয়েছে বিএনপিতে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান সাংবাদিকদের বলেন, এ কর্মসুচি পালনে পুলিশের অনুমতি নেয়া ছিল। নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে ঢুকতেই উসকানি ছাড়াই পুলিশ অতর্কিত হামলা চালায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে সংঘর্ষ জড়ায় বিএনপির দুই গ্রুপ। পরিস্থিতি শান্ত করতে গেলে পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ায় তারা। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান ডিএমপির শেরেবাংলা নগর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সি।

এমকে


মন্তব্য
জেলার খবর