মাঝারি ও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের নদ-নদীর পানি বাড়ছে। এতে প্লাবিত হচ্ছে নদ-নদী অববাহিকায় থাকা বহু এলাকা। বন্যা পরিস্থিতি অবনতিও হতে পারে বলে ধারণা করছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংশ্লিষ্টরা। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।
সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আপার মেঘনা অববাহিকার প্রধান নদ- নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে,এটা অব্যাহত থাকতে পারে পরবর্তী ৪৮ ঘন্টা। ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, করলে রাজবাড়ী ও ফরিদপুরের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হবে। এ সময়ে তিস্তা অববাহিকা অঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীলই থাকবে বলে ধারণা করা হচ্ছে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি এখন প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। পরবর্তী ৭২ ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, হলে এসব অঞ্চলের নদীগুলোর পানি দ্রুত বাড়বে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় তাদের স্টেশনগুলোর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে কানাইঘাট স্টেশনে- ৯৮ মিলিমিটার। সর্বনিম্ন রেকর্ড হয়েছে চিলমারী স্টেশনে- ৫৪ মিলিমিটার।
মৌসুমী বায়ুর গতি-প্রকৃতি সম্পর্কে একই দিন আবহাওয়া অধিদফতর জানায়, দেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গাতেই স্বাভাবিক বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।একই ধরণের বৃষ্টির সম্ভাবনা আছে রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সময় দমকা হাওয়া বয়ে যেতে পারে।পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।
এমকে