রেকর্ড অবস্থানে বাজার মূলধন ও সূচক

১৭ অগাস্ট ২০২১

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) বাজার মূলধন ও সবগুলো সূচকের অবস্থানে রের্কড সৃষ্টি হয়েছে। সিংহভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বাড়ায় এ রের্কড হয়। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৪৯ হাজার ৫২ কোটি টাকায়, বেড়েছে এক হাজার ১৮৩ কোটি টাকা।আর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৭৪৮ দশমিক ৯২ পয়েন্টে,ডিএসইএস সূচক ৯ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৬৮ দশমিক ৮৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪২৭ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান নেয়।

লেনদেন হয় মোট ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত ছিল বাকি ২৫টির।আগের কার্যদিবসের তুলনায় শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন বেড়েছে ২৯২ কোটি টাকা, লেনদেন হয় দুই হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ টাকা। ১০১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৯৬৩টি শেয়ার হাতবদল হয় তিন লাখ ৮০ হাজার ৫৪ বার। লেনদেনে টাকার অঙ্কে শীর্ষে নাম লেখায় বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড আর দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে নাম ওঠে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।

এমকে


মন্তব্য
জেলার খবর